ব্যারিস্টার রফিকের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি
অনলাইন নিউজ ডেক্স
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা ২টার দিকে রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ব্যারিস্টার রফিক অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
তিনি এখন অনেকটা সুস্থ, তাকে কেবিনে দেওয়া হয়েছে।
উল্লেখ্য. ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত সাবেক এ মন্ত্রী।
এদিকে শায়রুল কবির খান জানান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি এখন বাসায় চলাচল করতে পারছেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।