ভারত ইস্যু গভীরভবে পর্যবেক্ষণ করছে বিএনপি
অনলাইন নিউজ ডেক্স
ভারত ইস্যু গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। প্রতিবেশী দেশটির আচরণ কূটনীতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং তারা অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মনে করছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম।এরইমধ্যে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে দলটি। পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তারা। চলমান উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীর প্রতি উসকানিতে পা না দিয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভার পর্যালোচনায় আঞ্চলিক উত্তেজনায় বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। একই দিনে নিজের এক্সের এক পোস্টে তারেক রহমান আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশকে ঘিরে ভারতের উসকানিমূলক ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই আঞ্চলিক উত্তেজনায় তিনি দেশবাসীকে অনুরোধ করেন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্ররোচনায় পা দেবেন না।আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান তার এক্সের পোস্টে বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদই সৃষ্টি করবে বলে মনে করেন তিনি।তারেক রহমান অভিযোগ করেন, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। এই ধরনের ঘটনা বিভেদ আরও গভীর করার ঝুঁকি বাড়াচ্ছে। পোস্টে তারেক রহমান লেখেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি, তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতির ও ভূখণ্ডগত সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব; যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব-পরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।বিবৃতিতে বিএনপি মহাসচিব জানান, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশ নিয়ে ঘৃণার ব্যবহার করলে উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি করবে।বিবৃতিতে আরও বলেন, আমরা আশা করব- নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাক্সক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালে যে সব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।এরআগে স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্যসূচি অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও এ নিয়ে সহিংসতায় একজন আইনজীবী নিহত, আগরতলায় সহকারী হাইকমিশন ও কলকাতায় উপ-হাইকমিশনে হামলা এবং সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ‘বিতর্কিত’ মন্তব্যের বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা বলেন, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড ও ভারত সরকারের বক্তব্য একই সূত্রে গাঁথা। এটি পরিকল্পিত। ভারতের বক্তব্য ও কর্মকাণ্ড উস্কানি দিচ্ছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। দেশে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায়। এ সব ঘটনার সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের ইন্ধন আছে বলেও মনে করেন তারা।স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ভারতের অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। সেখানে অনেক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমাদের ওপর অনেক নির্যাতন হয়েছে। কিন্তু বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ কূটনীতিক শিষ্টাচারের বাইরে গিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাহলে বাংলাদেশের বিষয়ে হঠাৎ তাদের দৃষ্টিভঙ্গি এতটা পরিবর্তন হলো কেন?বৈঠক সূত্র জানায়, ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি আজকালের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে ভারতের সাম্প্রতিক ও আগের কর্মকাণ্ডের একটি ডকুমেন্টারি দেখানোর কথা রয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমদু টুকু বলেন, ‘ভারত অযাচিতভাবে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করছে। এটি কোনোভাবেই প্রতিবেশীসুলভ আচরণ হতে পারে না। ভারতের অভ্যন্তরে অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটলেও আমরা কূটনীতিক শিষ্টাচার অতিক্রম করিনি।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার পতনের পর ভারতের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। তাদের মধ্যে হাসিনাপ্রীতি করছে, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব তারা চায় না২১ আগস্ট মামলার রায়ে সন্তুষ্ট : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে নেতারা বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে মামলাটি উদ্দেশ্যমূলক ছিল। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। বৈঠকে দলের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার প্রকল্প নিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার তারই একটি অংশ।
বিএনপিও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে: বৈঠকে আওয়ামী লীগের ১৫ বছরে শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, টাকা পাচারের জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। দলটি, পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগ চায়। বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি দলীয়ভাবে অর্থ পাচারসহ পুরো অর্থনীতি বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এ জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।