ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাজি ধরে ১০ কোটি টাকা জিতলেন আমেরিকান র্যাপার
অনলাইন নিউজ ডেক্স
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের বিশ্ব আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকানদের মধ্যে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতেই মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। আর ক্রিকেট বিশ্বকাপ জ্বরে যে বেশ ভালোভাবেই ভুগছে আমেরিকানরা, তার প্রমাণ মিলেছে দেশটির তারকা র্যাপার ড্রেকের এক বাজিতে।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় অঙ্কের বাজি ধরেছিলেন ড্রেক। পাকিস্তানকে ভারত হারিয়ে দেবে, এই বিশ্বাস থেকে ৫ লাখ ১০ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকা বাজি ধরেন তিনি।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে গত রোববারের (৯ জুন) ম্যাচে পাকিস্তানকে ৬ রান হারিয়ে দেয় ভারত। টস হেরে আগে ব্যাট করে ১১৯ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানের করতে পারেনি পাকিস্তান।
ভারতের এই জয়ের পক্ষে বাজি ধরে ৭ লাখ ১৫ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৭১ লাখ টাকা জিতেছেন ড্রেক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, এর ফলে তার ২ লাখ ৪ হাজার পাউন্ড বা প্রায় ৩ কোটি টাকা লাভ হয়েছে।
বিশ্বের শীর্ষ ক্রীড়া ইভেন্টগুলোতে নিয়মিত বাজি ধরেন ড্রেক। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) বিভিন্ন ম্যাচ নিয়ে প্রায়ই মোটা অঙ্কের বাজি ধরেন। এবার ক্রিকেটেও বাজি ধরে বেশ বড় অঙ্কের অর্থ পকেটে পুরতে সক্ষম হয়েছেন এই আমেরিকান র্যাপার।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।