মরিয়ম নওয়াজের কাছে পাক টিকটকারের যে আকুতি
অনলাইন নিউজ ডেক্স
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভে নামেন তার সমর্থকরা। হামলা হয় দেশের বিভিন্ন জায়গায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণ দেখিয়ে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। চারদিন ধরে দেশটিতে ইন্টারনেট বন্ধ। এ কারণে অস্থির হয়ে পড়েছেন দেশটির নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
দেশটির বিখ্যাত টিকটকার হারিম শাহও আর থাকতে পারছেন না ইন্টারনেট ছাড়া। টুইটারে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজের কাছে ইন্টারনেট চালু করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। খবর জিও নিউজের।
হারিম শাহ লিখেছেন, খোদার দোহাই! ইন্টারনেট ফিরিয়ে দিন, আর ধৈর্য ধরতে পারছি না।
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, দেশে বিশৃঙ্খরাকারীদের পাকড়াও করার আগপর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
এদিকে দেশের মধ্যে যারা সহিংসতা করেছে তাদের তিনদিনের মধ্যে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
এক টুইটবার্তায় শাহবাজ শরীফ বলেন, সহিংসতার সঙ্গে যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দিচ্ছি। সেইসঙ্গে দ্রুত এসব তাদের শাস্তির আওতায় আনা হোক।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর দেশটিতে সহিংসতার মাত্রা চরমে পৌঁছেছে। রাজধানীসহ বিভিন্ন রাজ্যের প্রশাসনিক ভবনে হামলা করেছে ইমরান খানের সমর্থকরা।
ক্ষুব্ধ নেতাকর্মী-সমর্থকরা রাওয়ালপিন্ডির সেনা দপ্তরে ও লাহোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারেও হামলা চালিয়েছে।
এবার এ বিক্ষোভকারীদের বিরুদ্ধেই মাঠে নামছেন পাকিস্তান সরকার।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।