মাগুরায় জাহান প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
মাগুরায় জাহান প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশের লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পূর্বপাশে অবস্থিত জাহান ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: ছামিউল ইসলাম । এসময় জাহান ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও পরিবেশের লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার ( ২৯ মে) বিকালে জাহান ক্লিনিকের মালিক ডাঃ মাসুদুল হক সিজারিয়ান অপারেশন করেন সীমু খাতুন নামে এক প্রসূতির। এসময় একটি কন্য শিশুর জন্ম দেন সীমু খাতুন। তবে প্রসবের পরে সীমু খাতুন মারা যায়। এ ঘটনায় নিহতের স্বজনরা চিকিৎসায় অবহেলার কারনে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন ডা: মাসুদুল হকের বিরুদ্ধে। স্বজদের অভিযোগের প্রক্ষিতেই বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।