মাগুরায় বিনামূল্যে কূষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুর ১২ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
প্রধান কারিগরি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক ডঃ মোঃ ইয়াছিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।
এ সময় সদর উপজেলায় চলতি অর্থবছরে ১ হাজার ৯ শত কৃষকের মাঝে উফশী আউশ রোপা ধানের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা জেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।