মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
যথাযোগ্য মর্যাদার সাথে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা হয়।
সকাল ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহম্মাদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগর সভাপতি আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাকিব আল ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মাশরুর রেজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ও পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কামান্ডের সাবেক ডেপুটি কামান্ডার আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
কুচকাওয়াজে পুলিশ, আনসার, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়া বীরমক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ শহরের জমারুলতলা দলীয় কার্যালয়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।