মাগুরায় মালবাহী ট্রাকে আগুন
দিপল ঘোষ, জেলা প্রতিনিধি, মাগুরা, খুলনা
মাগুরায় মালবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ১২/১২/২৩ মঙ্গলবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় মাগুরা সদরের কুছুন্দি মাঝি পাড়া ব্রীজ এলাকায় এ আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় ঢাকা-মাগুরা মহাসড়কের উপরে থাকা গাড়িটি দাউদাউ করে আগুন জ্বলতে দেখলে আগুন নিভাতে এগিয়ে আসেন এলাকাবাসীরা। পরবর্তীতে মাগুরা জেলা ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। দীর্ঘ সময় আগুন জ্বালতে থাকায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
গাড়িটির মালিক মো. জীবন হোসেন বলেন, মাগুরা সীমাখালি এলাকা থেকে গাড়ি ঝাড়ু লোড করে মাগুরা কছুন্দি মাঝি পাড়া মহাসড়কে পৌঁছালে মহাসড়কে ধারালো লোহা বিছিয়ে রেখে গাড়ির চাকা পানছার করে দুর্বৃত্তরা। গাড়িটিতে ড্রাইভার শুধু একাই ছিলেন। এক পর্যায়ে ড্রাইভার গাড়ি রেখে ওয়াপাদা বাজারে চাকা মেরামত করতে গেলে গাড়িটি ফাঁকা পেয়ে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
কছুন্দি মাঝি পাড়া ব্রীজ এলাকার প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে মহাসড়কে একটি গাড়িতে আগুন দেখতে পায়। কে বা কাহারা এই আগুন দিয়েছে জানতে চাইলে তারা বলেন আমরা আগুন দেখে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঢাকা মেট্রো ন-১৪৮৭৯৯ গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালায় দুর্বৃত্তরা।
মাগুরা সদর থানা ওসি ইনচার্জ মো. মেহেদী রাসেল বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার পর পরই আমাদের কাছে ফোন আসে। সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং জব্দকৃত আলামতসহ গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযান চলমান ও মামলা প্রক্রিয়াধীন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।