মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি বিন মুর্তজা।
দিপল ঘোষ, জেলা প্রতিনিধি, মাগুরা, খুলনা
সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় পৌঁছেছেন নড়াইলের মাশরাফি বিন মুর্তজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। সদ্য রাজনীতির ময়দানে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় পা রাখলেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার পর মাগুরায় পৌঁছেছেন সাবেক এই অধিনায়ক। শহরের নোমানী ময়দানের জেলা পরিষদ ডাকবাংলায় আসেন তিনি।
সেখানে সাকিব আল হাসানের সাথে সংক্ষিপ্ত আলোচনার পর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড় পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন ও নৌকার প্রচার প্রচারণা চালান। এ সময় সাকিব আল হাসান সহ তার সাথে জাতীয় দলের অনেক ক্রিকেটার সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
মাগুরায় মাশরাফি বিন মুর্তজার আগমনের খবর ছড়িয়ে পড়লে জেলা পরিষদ ডাকবাংলা এলাকায় তাকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা- ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে, নড়াইল ২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বাইশগজে দাপুটে বিচরণের পর রাজনীতিতে নামা সাকিবের নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এর আগে অবশ্য কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও জানিয়েছিলেন তার এলাকাকে আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।
সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন বড় ভাই মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।
এদিকে, নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই গতকাল (বুধবার) সাকিবের টানে মাগুরায় এসেছেন সৌম্য সরকার। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান। উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও। ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।