মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
মাগুরায় সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা সদর উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।
মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমির ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সদর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বাহারুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. সোনিয়া সুলতানা।
বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।