মাগুরা ০২ টি চোরাই মটরসাইকেল সহ চোর চক্রের ০৩ জন আটক
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
মাগুরায় অভিযান চালিয়ে চোরসহ চোরাই মালামাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৩ সদস্য আটক এবং দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ শে মার্চ বৃহস্পতিবার মাগুরা সদর থানা এলাকায় মাদক উদ্ধার ও চুরি প্রতিরোধে অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন হাজরাপুর ০৫নং ইউনিয়নের ইছাখাদা গ্রাম হতে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করাকালে মোঃ কদর মোল্যা (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর মোল্যা, সাং-ইছাখাদা, থানা-মাগুর সদর, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে চোরাই একটি লাল রংয়ের এ্যাপাচি ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে চুরির সাথে জড়িত আসামী মোঃ ইলিয়াস হোসেন (৪২), পিতা- জয়েন উদ্দিন ওরফে জয়নাল, সাং-মৌলি, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাকে মহম্মদপুর থানা এলাকা হতে গ্রেফতার করে তার হেফাজত হতে চোরাইকৃত একটি লাল রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোর এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য মোঃ হাসু খান (৪০), পিতা-মোঃ গোলাপ খান, সাং-খানপাড়া, থানা-মাগুরা সদর, থানা-মাগুরা সদর, উভয় জেলা-মাগুরাকে মাগুরা পৌরসভা এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীরা মাগুরা জেলার বিভিন্ন স্থানসহ আশপাশ জেলা হতে মোটর সাইকেল চুরি করে। নারায়নগঞ্জ/নরসিংদীসহ বিভিন্ন জেলার চোরদের সাথে আসামীদের যোগাযোগ রয়েছে। চুরি এবং চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে তাদের সাথে একত্রে কাজ করে বলে জানা যায়। আসামীরা সংঘবদ্ধ চোর এবং অভ্যাসগতভাবে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।