মাঠে জ্ঞান হারালেন রেফারি


কোপা আমেরিকায় অতিরিক্ত গরম সহ্য না করতে মাঠে জ্ঞান হারিয়েছেন গুয়াতেমালার সহকারী রেফারি হুমবের্তো পানজোজ। পেরু বনাম কানাডা ম্যাচের প্রথমার্ধে লাইনসম্যানের দায়িত্ব পালনের সময় হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাইনসম্যানকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দিকে কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপেয়াও। এরপর ম্যাচ রেফারি মারিও এসকোবার ও অন্যান্য খেলোয়াড়রাও পানজোজের কাছে যান। পানজোজের অবস্থা বেগতিক মনে হওয়ায় চিকিৎসক দলকে মাঠে আসতে হয়। চিকিৎসকদের শুশ্রূষায় লাইনম্যান জ্ঞান ফিরে পেলে তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় পানজোজকে। পেরু-কানাডা ম্যাচ চলাকালে কানসাসের চিলড্রেন মার্সে পার্ক স্টেডিয়াম এলাকায় তাপমাত্রা খুব বেশি ছিল না। ৯০ ডিগ্রি ফারেনহাইট বা ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল তখনকার তাপমাত্রা। তবে অনুভূত তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলিয়াসের কাছাকাছি। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫১ শতাংশ। প্রসঙ্গত, আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে কোপা শুরু করা কানাডা এই ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে। ৭৪ মিনিটে জোনাথন ডেভিডের দেওয়া একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কানাডা।