মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি আন্দোলন কঠোর করার ঘোষণা শিক্ষকদের
অনলাইন নিউজ ডেক্স
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে তিন দিন ধরে চলা অবস্থান কর্মসূচির পাশাপাশি আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। কঠোর কর্মসূচি ঘোষণার জন্য শুক্রবার সকালে সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।
এর আগে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে মঙ্গলবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।
বৃহস্পতিবার বিকেলে সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহেমদ বলেন, \'আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছি। কোনো আশানুরূপ ফল না পেয়ে বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। এতেও এখন পর্যন্ত মন্ত্রণালয় আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। সারাদেশের শিক্ষকদের এনে আমাদের সমাগম আরও বড় করা হবে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে।\'
শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে প্রদান করা হয়। তাছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল না দেওয়ায় উচ্চতর স্কেলপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান। এতে সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বছরের পর বছর উপজেলা থেকে শুরু করে জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার স্মারকলিপি দেওয়া হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।