মুন্সীগঞ্জের আলোচিত ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেফতার।
অনলাইন নিউজ ডেক্স
মন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে গ্রেফতার
করেছে র্যাব । বহস্পতিবার রাতে ঢাকার বংশাল থেকে হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গত ৪ আগস্ট রাজধানী ঢাকার বংশালের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীরা শান্তিপূর্নভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করছিল। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হকি স্টিক এবং লাঠিসোটা নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।তাপস কর্মকার আরও জানান, পরের দিন তারই অংশ হিসেবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক নিরীহ ছাত্রকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর বংশাল থানায় একটি মামলা হয়। সেই মামলায় সিরাজকে গ্রেফতার
করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।