মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একাধিক টেটাবৃদ্ধসহ আহত ৭।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একাধিক টেটাঁবৃদ্ধ সহ কমপক্ষে ৭ জন নারী পুরুষ আহত হয়েছে।বুধবার(৩এপ্রিল) দুপুরে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের গুদারা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।জানাগেছে,দীর্ঘদিন যাবত ওই এলাকার সোহরাব গং ও শাজাহান গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে সোহরাব গংরা আগাছা পরিষ্কার করতে গেলে শাজাহান গংরা হামলা চালায়। এতে সোহরাব গ্রুপের জুবায়ের আলম রানা (২৭), নাদিম হোসেন( ২৮) , শাহজালাল গ্রুপের আখি বেগম (৩৬) তাসলিমা বেগম (৩৮) সহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে।আহত জুবায়ের আলম রানা ও নাদিম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপর আহত আখি বেগম ,তাসলিমা বেগম ঢাকা মিটফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন আছে।স্থানীয় সুত্রে জানাযায় উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের গুদারা ঘাটে ৪/৫ মাস পূর্বে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সোহরাব ও শাহজালালদের মধ্যে বিরোধপূর্ণ জমি সংক্রান্ত ব্যাপারে আপোস মীমাংসা হয়।সোহরাবের লোকজন নিয়ে বিরোধ পূর্ণ অনাবাদি জমিতে আগাছা পরিষ্কার করতে গেলে শাহজালাল এর লোকজন অতর্কিতভাবে হামলা করে। এ ঘটনায় উভয়পক্ষের ৭ জন গুরুতর আহত হয়।ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।