মুন্সীগঞ্জে ডিম,মুরগী, মুদি ও সবজির দোকান সমূহে তদারকি ও জড়িমানা।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জে ডিম,মুরগী, মুদি ও সবজির দোকান সমূহে তদারকি করা হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে জড়িমানা করা হয়েছে।গত কাল সোমবার ২১ ( অক্টোবর) বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কর্তৃক মুন্সীগঞ্জ সদরের সিপাহি পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় ডিম,মুরগী, মুদি ও সবজির দোকান সমূহে তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় আনোয়ারের মুরগির দোকানকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ টি এম কামরুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাচশত টাকা জরিমানা করেন।এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব জনাব আসিফ আল আজাদ মুল্য তালিকা প্রদর্শন না করায় আলম সবজি ঘরকে এক হাজার টাকা ও মাসুম স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেন এবং উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য বিক্রি করায় নাজমা বেকারিকে পাচ হাজার টাকা জরিমানা করেন।আজকে টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ টি এম কামরুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, জেলা প্রানীসম্পদ কর্মকর্তার প্রতিনিধি জেলা ট্রেনিং অফিসার ডা: ফারুক আহমেদ, ক্যাব মুন্সীগঞ্জের প্রতিনিধি জনাব শাহনাজ বেগম, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, আজিম আহমেদ ও মাহমুদা আফরিন রজনী এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।