মুন্সীগঞ্জে থেমে থাকা বাসে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার,গুরুতর আহত ২।
অনলাইন নিউজ ডেক্স
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় কারের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে।শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার কামারখোলা রেলওয়ে ওভার ব্রিজের উপরে মাওয়ামুখী লেনে ওই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন প্রাইভেটকারের চালক ইমরান হোসেন (২৫) ও যাত্রী মোহাম্মদ নাসির (৪০)। ইমরান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদলা গ্রামের তাজুল ইসলামের ছেলে। অপর আহত নাসির উদ্দিন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও গ্রামের মোঃ নুরুল ইসলাম ঢালির ছেলে বলে জানাগেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ইকবাল পরিবহনের একটি বাস নষ্ট হয়ে দাঁড়ানো অবস্থায় ছিল। থেমে থাকা ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেটকারটি। পরে পেছন থেকে একটি এম্বুলেন্স প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমরে মুচড়ে যায়। আহত হয় প্রাইভেটকারের চালকসহ দুইজন।তাদের গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছেন। ইকবাল পরিবহনের বাস, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও এম্বুলেন্সটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।