মুন্সীগঞ্জে দ্রুত গতির যানবাহনের ভ্রাম্যমান আদালততের জরিমানা।
অনলাইন নিউজ ডেক্স
সম্প্রতি মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়কের যানবাহনের দ্রুত গতির
কারনে সড়ক দূর্ঘটনা বেড়ে যায়। ফলে প্রানহানীসহ পঙ্গুত্ব বরন করতে হচ্ছে অসংখ্য মানুষকে।আর এ কারনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের দ্রুত গতি নিয়ন্ত্রনের লক্ষে মুন্সীগঞ্জে শ্রীনগরের ষোলঘরে মহাসড়কের চলাচলরত যানবাহনে বিআরটিএ ও হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ন সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান বিআরটিএর চেয়য়ারম্যান (গ্রেড-১) অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো:মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত বিআরটিএ-র সদর কার্যালয়ের আদালত-০৪ এর ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এ অভিযান পরিচালনা করেন।এ সময়ে মহাসড়কে ৯৫ থেকে ১১৫ গতিতে যেসব যানবাহন চলাচল করে সেগুলোতে জরিমানার করা হয়েছে। এসময়ে ৮ টি যানবাহন থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন,ঢাকা সার্কেলের বিআরটিএর সহকারী পরিচালক মো:মুছা,হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ, বিআরটিএর মুন্সীগঞ্জের মটোরযান শাখার পরিদর্শক মো:সাখাওয়াত হোসেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।