মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে এমপির সহধর্মিণীর জয।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মেয়র পদে জগ প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন।তিনি মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মীনি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের পুত্রবধূ।তার প্রাপ্ত ভোট ২১ হাজার ৯শত ৯৪ এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এস এম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন মাত্র ৬শত ১০ ভোট। এতে বেসরকারি ভাবে ২১ হাজার ৩শত ৮৪ ভোট বেশি পেয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার বশির আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।এর আগে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সীগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৫৭,৯৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৯,০১৭ জন ও নারী ভোটার ২৮,৯৪৩ জন। ২৫ টি ভোট কেন্দ্রের ১৫৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়।প্রসঙ্গত, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে পদটি শূন্য হয়। পরে তার সহধর্মিণী ওইখানে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।