মুসলিমদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করল ইসরাইল
অনলাইন নিউজ ডেক্স
গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের মধ্যে এবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ।
পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, কয়েক মাসের মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো মুসলিমদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশে বাধা দিয়েছে দখলদার বাহিনী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি পুলিশ আকস্মিকভাবে প্রাচীরবেষ্টিত পবিত্র প্রাঙ্গণের দিকে যাওয়ার সব গেট বন্ধ করে দেয় এবং সব বয়সী মুসলমানদের সেখানে প্রবেশ করতে বাধা দেয়।
একই সময়ে পুলিশ ইহুদিদের মুসলিম পবিত্র প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয় এবং মসজিদে স্থিতাবস্থা লঙ্ঘন করে অবাধে আচার-অনুষ্ঠান করার অনুমতি দেয়, যে স্থানটি মুসলমানদের ইবাদতের জন্য নির্ধারিত।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।