মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু ৩১ ডিসেম্বর


মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আগামী ৩১ ডিসেম্বর চালু হতে যাচ্ছে। ওইদিন থেকে এ দুটি স্টেশনে থামবে মেট্রোরেল এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলাচল করবে। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান। উত্তরা থেকে মতিঝিল রুটে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে ৬ জানুয়ারি থেকে। বর্তমানে এ রুটে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।ঢাকায় মেট্রোরেলের এ পথটির নাম দেওয়া হয়েছে এমআরটি লাইন-৬। এমআরটি লাইন-৬ প্রকল্পটি ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে জাইকা। বাকি ১৩ হাজার ৭৫৩ কোটি ৫২ লাখ টাকা বহন করছে বাংলাদেশ সরকার।