মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতি
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীর রূপনগরে মেট্রোরেলের কনস্ট্রাকশন কাজে নিয়োজিত চীনের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রূপনগর থানায় ‘সিনোহাইড্রো’ নামের ওই প্রতিষ্ঠনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
শুক্রবার দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ। তবে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
জানা যায়, গত মঙ্গলবার (১ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার ওই প্রতিষ্ঠানের মালামাল রাখার স্থানে ট্রাক নিয়ে লুটপাট চালায় ৮-১০ সদস্যের একদল ডাকাত দল। এ সময় তারা সিনোহাইড্রোর নিরাপত্তারক্ষীসহ কর্তব্যরত কর্মচারীদের বেঁধে গাড়িতে করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, এলাকাটি জনশূন্য হওয়ায় বেড়িবাঁধ সংলগ্ন স্থানটিতে দীর্ঘদিন ধরেই নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। সর্বশেষ গত ১ এপ্রিল চাইনিজ ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের গোডাউন ডাকাতি করে অপরাধী চক্রের সদস্যরা।
এ বিষয়ে জড়িতদের গ্রেফতার বা শনাক্তের বিষয়ে জানতে চাইলে রূপনগর থানার ওসি আব্দুল মজিদ বলেন, মামলার তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাচ্ছে না। ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।