তিন কৃষক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেফতার


ময়মনসিংহের ধোবাউড়ায় একই পরিবারের তিন কৃষক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মো. এরশাদ আলীকে (৪৫) দীর্ঘ ১১ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাত সোয়া ১২টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুরের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১৪ এর সিপিএসসি ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। র‌্যাব জানায়, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চোরেরভিটা গ্রামের হরিদাশ সূত্রধর (৩৮), বিমল সূত্রধর (২৫) এবং নিরঞ্জন সূত্রধর (৪০) তাদের সঙ্গে জমিজমা নিয়ে আসামি এরশাদ আলীর বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে ২০০৬ সালের ২২ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে এরশাদ আলী ও আত্মীয়স্বজন মিলে বসতবাড়িতে ঢুকে ওই ৩ জনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে হরিদাশ সূত্রধর ও বিমল সূত্রধর মারা যান এবং আহত নিরঞ্জন সূত্রধর ওই বছরের ২৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মৃতদের ভাই শ্যামল সূত্রধর ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৬ বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর ২০১২ সালের ১৪ অক্টোবর আদালত মামলায় রায় দেন। রায় ঘোষণার পর থেকেই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি এরশাদ আলী পলাতক ছিলেন। গোপন সংবাদের দীর্ঘ ১১ বছর পর এরশাদ আলীকে গ্রেফতার করে র‌্যাব। আসামিকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।