৩২টি দেশের অংশগ্রহণে চলছে ন্যাটোর ৭৫তম বার্ষিক সম্মেলন
অনলাইন নিউজ ডেক্স
মার্কিন যুক্তরাষ্ট্রে ৩২টি দেশের অংশগ্রহণে চলছে ন্যাটোর ৭৫তম বার্ষিক সম্মেলন। যেখানে রাশিয়া ও চীনকে প্রতিহত করতে হচ্ছে নানা আলোচনা। এর প্রেক্ষিতে ন্যাটো জোটের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে নিয়ে গড়া ‘আসিয়ান’-কে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছে চীন।
মঙ্গলবার বেইজিংয়ে থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের নেতিবাচক প্রভাব প্রতিহত করা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরে ন্যাটো পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক হওয়া প্রয়োজন আমাদের।’
এ সময় পূর্ব এশিয়ায় ‘আসিয়ান’ কেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা স্থাপত্যের উপর জোর দিয়ে ওয়াং মারিসকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের একটি বদ্ধ এবং একচেটিয়া চক্র প্রতিষ্ঠার বিরোধিতা করা আবশ্যক।’
দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের প্রতি চীনের ‘দৃঢ়’ সমর্থন প্রসারিত করার অঙ্গিকার করে ওয়াং বলেন, ‘বেইজিং চায় আসিয়ান আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। আসিয়ানকে কেন্দ্র করে পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা কাঠামো বজায় রাখা এবং বন্ধ করা জরুরি। এছাড়াও একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার বিরোধিতা করা এবং বহিরাগত শক্তিকে হস্তক্ষেপ করা প্রয়োজন।’
১০টি দেশ নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ব্লক হিসেবে গড়া আসিয়ানকে নিয়ে ওয়াং আরও বলেন, ‘চীন-আসিয়ানে সহযোগিতার উচ্চ স্তর বজায় রাখতে চায়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার সঠিক নির্দেশনা মেনে চলা এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে থাইল্যান্ডসহ আসিয়ান দেশগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।