জাতিসংঘ সাধারণ অধিবেশনে যা করবেন এরদোগান


জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ উপলক্ষ্যে ১৬ থেকে ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে তার। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ডেইলি সাবাহর। আগামী ১৯ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। জানা গেছে, তার আলোচনার বিষয়বস্তু হবে, আস্থা পুনর্গঠন এবং বৈশ্বিক সংহতি পুনরুজ্জীবন: সকলের জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং স্থায়িত্বের জন্য ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর ওপর পদক্ষেপ ত্বরান্বিত করা। এ সফরে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তুর্কি সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এরদোগান বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। প্রসঙ্গত, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। তুরস্ক