ঘূর্ণিঝড়ের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে নবজাতক উদ্ধার
অনলাইন নিউজ ডেক্স
লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর উদ্ধার করা হয় শিশুটিকে। যে ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেখানে বা তার আশপাশে শিশুটির বাবা-মা কিংবা কোনো আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
তবে উদ্ধারের পর দেখা গেছে, তার শরীরের তখনও জন্মের নাড়ি সংযুক্ত। অর্থাৎ জন্মের পর তার নাড়ি কাটা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে শিশুটিকে উদ্ধারের ভিডিও। এবং সেখানে দেখা গেছে, সাধারণ নাগরিক এবং উদ্ধারকারী কর্মীদের একটি দল ধ্বংসস্তূপ সরিয়ে নবজাতককে উদ্ধার করে একটি নীল রঙের তোয়ালে দিয়ে জড়িয়ে রাখছেন। এ সময় মাঝে মাঝেই কেঁদে উঠছে শিশুটি; অন্যদিকে উদ্ধারকারী দলের সদস্যরা তাকে জীবিত উদ্ধার করতে পেরে আনন্দ চিৎকার করছেন।
ওই পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে উদ্ধারের পর দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশুটির অভিভাকত্ব দাবি করে কেউ এগিয়ে আসেননি বলে জানা গেছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।