মাহসা আমিনির মৃত্যুবার্ষিকী ঘিরে ইরানে বিক্ষিপ্ত সংঘর্ষ
অনলাইন নিউজ ডেক্স
ইরানে মাহসা আমিনির মৃত্যুবার্ষিকী ঘিরে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেও দেশটির বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, অশান্তি ও নাশকতা চেষ্টার অভিযোগে এক দ্বৈত নাগরিককে আটক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। এ ছাড়া প্রতিবিপ্লব ও সন্ত্রাসবাদের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাত হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের বেশির ভাগ কুর্দি এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। বড় ধরনের বিক্ষোভ-প্রতিবাদ ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলো দেশটির বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর দিয়েছে। মাহসার পরিবার তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী পালনের জন্য কবরের পাশে শোকসভা আয়োজন করতে গেলে এতে বাধা দেয় কর্তৃপক্ষ। রোববার একটি মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।
এদিকে মাহসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলাকালে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের সঙ্গে যুক্ত বাসিজ আধাসামরিক বাহিনীর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের নুরাবাদ শহরে শনিবার সন্ধ্যায় বাসিজ আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় হামলাকারী গুলি চালায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।