যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দেবে না: সুনেরাহ
অনলাইন নিউজ ডেক্স
চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে ‘গোপন’ ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আর এ ঘটনার পর পরই প্রকাশ্যে আসে রাজ-পরী দম্পতির ব্যক্তিজীবনের নানা বিষয়। তাদের সংসারজীবন এখন বিচ্ছেদের পর্যায়ে। ভিডিও ও ছবি ফাঁসের পর পরই ফেসবুকে এক পোস্ট দেন সুনেরাহ। তবে সেখানে ভিডিওগুলো প্রসঙ্গে খুব একটা কথা না বললেও অভিযোগের আঙুল তোলেন শরিফুল রাজের স্ত্রী পরীমনির দিকে।
ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। প্রথম ছবি ‘ন ডরাই’-এর পর এটি হচ্ছে তার দ্বিতীয় সিনেমা।
সম্প্রতি রাজধানীর বারিধারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভার আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন সুনেরাহ। অন্তর্জাল নিয়ে কথা বলার পাশাপাশি সাম্প্রতিক এ ইস্যু নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। জানিয়ে দেন তাকে নিয়ে যে বিষয়ে চর্চা হচ্ছে তা তিনি ডিজার্ভ করেন না। অভিনেত্রী বলেন, ‘সিনেমাটিতে অভিনয় করে অনেক কিছুই শিখেছি।
তিনি বলেন, আমি কখনো কোনো কিছু পাওয়ার আশায় কাজ করি না। তবে চেষ্টা করে যাই। আশা করছি অন্তর্জাল দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে।
ছবিটি মুক্তির আগেই ব্যক্তিগত একটি ভিডিও প্রকাশ্যে আসায় আলোচনা তাকে নিয়ে।
অথচ তাকে নিয়ে এভাবে চর্চা হোক চাননি তিনি। বন্ধুমহলে দুষ্টুমির ছলে করা ভিডিও এভাবে প্রকাশ্যে আসবে তা কোনো দিন কল্পনায়ও ছিল না তার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বলেন, ‘সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে নয়। বর্তমান ভাইরাল প্রসঙ্গ নিয়ে আগেই বক্তব্য ক্লিয়ার করেছি।
নতুন করে কিছু বলতে চাই না। আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশোনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই। শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম। তবে এখন সব গুছিয়ে নিয়েছি।’
ভাইরাল হওয়া ওই ভিডিওতে সুনেরাহ নিজের ব্যবহৃত ভাষা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, ‘যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে স্যরি! পরীমনি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক।’
ভিডিও নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন না জানিয়ে সুনেরাহ বলেন, ‘কোনো আইনি পদক্ষেপ নেব না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।