যুক্তরাষ্ট্রে আইনের শাসন মারা গেছে: ট্রাম্পের আইনজীবী
অনলাইন নিউজ ডেক্স
যুক্তরাষ্ট্রে আইনের শাসন মারা পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী।
২০১৬ সালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগের মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে গ্রেপ্তার হন ট্রাম্প। পরে মুক্ত হয়ে আদালত ত্যাগ করেন তিনি। আগামী ৪ ডিসেম্বর তাঁর উপস্থিতিতে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।
ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে বলেন, “আদালত অভিযোগ বাতিল না করায় প্রমাণ হয়েছে, ‘এই দেশে আইনের শাসন মারা গেছে।”
জো টাকোপিনা বলেন, ‘কেউ যখন আইনের ঊর্ধ্বে নয়, তেমনি কেউ আইনের নিচেও নয়। যদি এই লোকটির নাম ডোনাল্ড জে ট্রাম্প না হতো, তাহলে আজ আমরা যা দেখছি, তা হয়তো দেখতে হতো না।’
অপর আইনজীবী টড ব্ল্যাঞ্চে বলেন, ‘শুধু ট্রাম্প নয়, এ মামলায় যুক্ত প্রত্যেককে বিচারক এমন ভাষা ব্যবহার না করতে বলেছেন, যাতে সংঘাতকে উসকে দেওয়া হয়।’
তবে মঙ্গলবার আদালতে ট্রাম্পের আঙুলের ছাপ নেওয়া হয়েছে কিনা এবং ছবি তোলা হয়েছে কিনা সেসম্পর্কে কিছু বলতে রাজি হননি আইনজীবীরা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।