যে কারণে উত্তরার বাসা ছেড়ে গুলশানে উঠলেন মির্জা ফখরুল
অনলাইন নিউজ ডেক্স
ঢাকার বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার তিনি তার উত্তরার বাসা ছেড়ে গুলশানের নতুন ভাড়া বাসায় উঠেছেন।
গুলশান-২ নাম্বারের ইউনাইটেড হাসপাতাল সংলগ্ন একটি বাসায় দ্বিতীয়তলায় উঠেছেন বিএনপি মহাসচিব।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উত্তরা থেকে দলীয় কাজে আসা-যাওয়া অনেকটা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। প্রচণ্ড যানজটে প্রায়ই অসুস্থবোধ করতেন। এছাড়া ভাবিও (মহাসচিবের স্ত্রী) অসুস্থ। সবকিছু বিবেচনা করেই বাসা পরিবর্তন করেছেন দলের মহাসচিব।
জানা গেছে, বিএনপি মহাসচিবের গুলশান-২ নাম্বারের নতুন ভাড়া বাসার কাছেই দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। এছাড়া ওই এলাকার ৭৯ নাম্বার সড়কের বাসায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।