যে কারণে রাফাহকে ‘প্রেসার কুকার’ বলল জাতিসংঘ


গাজার খান ইউনিসে ভয়াবহ মাত্রায় হামলা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। এর ফলে দক্ষিণ গাজার রাফায় পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। এ নিয়ে চরমভাবে হতাশ জাতিসংঘ। সংস্থাটির মানবিক কার্যালয় রাফাহকে হতাশার ‘প্রেসার কুকার’ হিসেবে আখ্যায়িত করেছে। খবর আল-জাজিরার জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লায়ের্কে বলেন, খান ইউনিসে সম্প্রতি হামলার তীব্রতা ব্যাপকভাবে বাড়ার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চক্রবৃদ্ধিহারে বাড়ছে। তিনি আরও বলেন, হামলার মুখে হাজার হাজার ফিলিস্তিনি দক্ষিণ গাজায় পালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কী হবে তা নিয়ে আমরা ভয়ে আছি। এদিকে গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ১৯ জনে পৌঁছেছে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৬৬ হাজার ১৩৯ জন। সম্প্রতি ইসরাইলকে গাজায় হামলা বন্ধের আদেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। তবে এ আদেশের তোয়াক্কা না করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।