রমজান উপলক্ষ্যে বিশ্ব মুসলিমকে যে বার্তা দিলেন এরদোগান


পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্ব মুসলিমের উদ্দেশে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সারা বিশ্বের মুসলমানদের প্রতি এই বার্তা দেন তিনি। খবর ইয়েনি সাফাক। এরদোগান বলেন,\'আমি আশা করি রমজান মাস, যার শুরুতে রয়েছে রহমত, মাঝামাঝিতে মাগফিরাত এবং এর শেষে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। এই মাস ইসলামি বিশ্ব এবং আমাদের জাতির জন্য উপকারী হবে। এই রমজান আমাদের একটি বরকতময় রমজান হোক। \' তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান আলি এরবাসও রমজান মাস উপলক্ষ্যে বার্তা দিয়েছেন। তিনি তার বার্তায় \'গাজা এবং পূর্ব তুর্কিস্তানের দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখকষ্টের অবসানের জন্য বিশ্বের সব মুসলমানের প্রার্থনা করার\' আহ্বান জানিয়েছেন। আলি এরবাস বলেন, \'আসুন, আমরা পবিত্র রমজান মাসের রহমতের আবহাওয়ার পূর্ণ সদ্ব্যবহার করি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ফিলিস্তিন ও পূর্ব তুর্কিস্তানে দুর্ভোগ, নিয়মতান্ত্রিক গণহত্যা, নির্যাতন ও হয়রানির অবসানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি। \'