রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন


রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন
আজ ২৪ আগষ্ট ২০২৪ তারিখে সকাল ১১.০০ টায় দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসাবে বাগেরহাট প্রেস ক্লাব চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং বাগেরহাট সদর পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন: সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম বুলু, কৃষক দলের বাগেরহাট জেলার সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, বাগেরহাট জেলার মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর সদস্য মাইনিন ইসলাম অমি এবং সুজন বাগেরহাট জেলার সভাপতি শরিফুল ইসলাম খান্ডু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশে ছাত্র জনতার এক গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। কিন্তু এই গণঅভ্যুত্থানকে পুঁজি করে কেউ যেনো রাষ্ট্রীয় সম্পদ, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য উপজেলাবাসীকে সর্বদা সজাগ থাকতে হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা রাষ্ট্র সংস্কারের দাবি জানাচ্ছি। পরিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রেখে মানবন্ধন শেষ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।