রাজশাহীতে অস্ত্রসহ গ্রেফতার-২
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল সহ দুইজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন,বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও মকিমের ছেলে সেলিম রেজা (২৬)।
র্যাব সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন ০২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে মোটর সাইকেল যোগে আড়ানী বাজার হতে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে । এরই প্রেক্ষিতে অদ্য তারিখ র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রুস্তমপুর গরুরহাটস্থ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। উপস্থিত সাক্ষীদেরসম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে উক্ত বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে এবং তাদের হেফাজতে থাকা পিস্তল-০১টি, ম্যাগজিন- ০২টি, গুলি- ০৫ রাউন্ড, মাটরসাইকেল-০১টি, মোবাইল – ০২টি, সীম- ০২টি উদ্ধার করে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।