রাজশাহীতে ইয়াবাসহ এক লেডি মাদক কারবারী গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী জেলার গোদাগাড়ীতে ১৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই নারী মাদক কারবারীর হলেন, মোসা: সুইটি বেগম। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের মোঃ ওসমান গণির স্ত্রী।অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ডিবি’র ইন্সপেক্টর মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স।বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম (ডিএসবি)।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রামের মোসাঃ সুইটি বেগম তার নিজ বাড়ির মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট হতে একটি সাদা পলিথিনে মোড়ানো লালচে রঙের ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার মোসাঃ সুইটি বেগমের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত মোসাঃ সুইটি বেগম একজন চিহ্নিত মাদক কারবারী তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ৯টি মামলা রুজু হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।