রাজশাহীতে ট্রাক্টর উল্টে চালক নিহত


রাজশাহী জেলার বাগমারা উপজেলায় মাটি বহনকরি ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ওই চালকের মৃত্যু হলেও রোববার সকালে উপজেলার কনোপাড়া এলাকায় ট্রাক্টরের নিচ থেকে তাঁর লাঁশ উদ্ধার করা হয়। নিহত ওই ট্রাক্টর চালকের নাম আলামিন হোসেন (৩২)। তিনি বাগমারার খাজাপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে মৃত অবস্থায় রেখে ট্রাক্টরের সহকারীরা পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলায় পুকুর খনন নিষিদ্ধ থাকায় রাতের বেলায় কনোপাড়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য ইসরাইল হোসেন ও তার পার্টনার নজমুল ইসলাম খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে পুকুর খনন করে আসছিলেন। ওই মাটি তিনি ইট ভাটায় বিক্রি করেন। রাতে ট্রাক্টরে ওই মাটি ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন আলামিনসহ কয়েকজন চালক। রাতের কোনো এক সময় আলামিন হোসেন পুকুর থেকে ট্রাক্টরে মাটি ভরে ভাটায় নেওয়ার পথে তার ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় তার সহকারীরা পালিয়ে যান। রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিনের লাঁশ উদ্ধার করে। এ বিষয়ে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান বলেন, লাঁশটি ট্রাক্টরের নিচে চাপা পড়েছিল। ট্রাক্টরের একটি চাকা ফাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্চে চাকা ফেটে ট্রাক্টরটি উল্টে যায়। থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করার পর লাঁশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।