রাজশাহীতে ড্রীমারস ডিফেন্স এ্যান্ড ক্যাডেট কেয়ারের উদ্বোধন


শিক্ষা নগরী রাজশাহীতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে ড্রীমারস ডিফেন্স এ্যান্ড ক্যাডেট কেয়ার চালু করা হয়েছে।সর্বাধুনিক ডিজিটাল নিরাপত্তা প্রদানসহ সুদক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা ক্যাডেট কলেজ ভর্তি কোচিং করানো হবে সেখানে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টায় কাদিরগঞ্জ সরকারি মহিলা কলেজের বিপরীতে আল-আকসা সুপ্রীম টাওয়ারের ২য় তলায় \"ড্রীমারস ডিফেন্স এন্ড ক্যাডেট কেয়ার\" রাজশাহী নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এখানে ক্যাডেট কেয়ারে শিশু শিক্ষার্থীদের জন্য রয়েছে ইংরেজি ও বাংলা ভার্সন,আবাসিক, অনাবাসিক ও ডে- কেয়ারের সুবিধা এবং ডিফেন্স কেয়ারে থাকবে প্রিলিমিনারি,লিখিত ও আইএসএসবি\'র জন্য প্রস্তুতিমূলক সকল প্রশিক্ষণ। তিনজন দক্ষ পরিচালকের সমন্বয়ে বিশ্বাসী ও সপ্ন দেখা মানুষ অভিভাবক ও শিক্ষার্থীদের আশা পূরণে কাজ করবেব তাঁরা। উদ্বোধনী দিনেই অনেক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ফ্রী মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম ৫ জনকে ১০০% ফ্রী পড়ার সুযোগ দেওয়া হয়। এসময় ফ্রী মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া প্রথম ৫ জনকে সনদ প্রদান করা হয়েছে। মানসম্মত পরিবেশ ও সাশ্রয় খরচে অভিভাবকদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন ড্রীমারস। এদিন ড্রীমারস ডিফেন্স এন্ড ক্যাডেট কেয়ারে ছিল ওরিয়েন্টেশন,ফ্রি মডেল টেস্ট ও ফ্রি মেডিকেল চেক-আপ। উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা দিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের তিন পরিচালক মেজর মহসিউল হাসান(অব:),মেজর তৌফিক উজ জামান(অব:) ও মিজানুর রহমান কাজী সহ অন্যান্য অতিথিরা।