রাজশাহীতে হেরোইনসহ নারী পৌর: কাউন্সিলর গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে গোয়ান্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌরসভার বারইপাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, আইরিন পারভিন (৪৭), তিনি একই এলাকার মো. ফজলের স্ত্রী। আইরিন পুঠিয়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর। ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন পারভিন আটক হন।
এ বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাউন্সিলর আইরিন পারভিনকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ গ্রেফতার করে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।