রাণীশংকৈলে হাসখেলা দেখতে গিয়ে পুকুরে পানিতে ডুবে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের মহলবাড়ী গ্রামে পুকুরে হাস খেলা দেখতে গিয়ে এক সপ্তম শ্রেণীর ছাত্র ডুবে মৃত্যু হয়েছে। ২০ জুলাই (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে।
জানা গেছে রাণীশংকৈল পৌর এলাকার ৯নং ওয়ার্ডের হাসান আলীর ছেলে ও কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল-আমিন(১২) বাড়ির পাশে পুকুরে হাঁস খেলা দেখতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়।
স্থানীয় তাকে পুকুরে পানি থেকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যাওয়া পথে আল-আমিন মারা যায়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় পুকুরে পানিতে ডুবে মারা যাওয়া লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।