রানীশংকৈলে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত।।


২০২৩এর এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে ১১টি শিক্ষাবোর্ডের ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। ৩০ এপ্রিল রোববার সকাল ১০টায় দিনাজপুর বোর্ডের অধীনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, এসএসসি ভোকেশনালে বাংলা-২ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই হলে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের। এ উপজেলায় মোট ৭টি ভেন্যুতে এসএস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভেনুগুলি হল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮০৫ জন,পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০৮১ জন, আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ৮১১জন,নেকমরদ কুসুমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৫৮৮জন, আবার তাকিয়া মাদ্রাসায় ৪২৬ জন, রাণীশংকৈল বি এম ১৩৯ জন, নেকমরদ বিএম ৮৩ জন মোট পরীক্ষার্থী ৩৯৩৩ জন অংশ গ্রহণ করে। রুটিন অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আগের মতোই। এদিকে, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে প্রশাসন জানান।