রানীশংকৈলে ধর্ষণ (বলাৎকারের) দায়ে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের দায়ে রজব আলী(২৫) নামে এক মাদ্রসা শিক্ষককে গ্রেফতার করেছে রানীশংকৈল থানা পুলিশ।এ বিষয়ে রানীশংকৈল থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক রজব আলী নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
সোমবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন, আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ঠাকুরগাঁও। তিনি জানান,গত ২৫ আগস্ট ২০২৩ আনুমানিক সকাল সাড়ে ১১ টায় উপজেলার রাতোর ইউনিয়নের উত্তর মহেশপুর হামিউ সুন্নাহ নুরানী হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসায় আবাসিক ভাবে থাকা পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার মেহেদী হাসান (১৩) নামের এক ছাত্রকে সেই মাদ্রাসার শিক্ষক রজব আলী ধর্ষণ(বলাৎকার) করে।পরে সেই শিক্ষক নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরল পাড়া নিজ গ্রামে আত্মগোপনে চলে যায়। পরে পুলিশ শিক্ষক রজব আলী কে তথ্য প্রযুক্তির সহায়তায় ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রেস ব্রিফিংয়ে আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার আরো জানায়, শিক্ষক রজব আলী ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেন।এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার ওসি খাইরুল আনম (ডন)
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল।তদন্ত কর্মকর্তা হোসেন আলী।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।