রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় চীনকে চায় কিয়েভ দোনেৎস্কে অস্ত্র ডিপোতে হামলা


ইউক্রেনের দোনেৎস্কে সমরাস্ত্রের একটি গোপন ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করা হয়েছে। এদিকে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় চীনকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে চায় কিয়েভ। এজন্য বেজিং সফর করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। খবর আলজাজিরা। সমরাস্ত্রে হামলা চালানো ডিপোটি ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলায়। ডিপোটিতে বিভিন্ন পাল্লার বিপুলসংখ্যক রকেট, রকেট লাঞ্চার এবং বেশ কয়েক ডজন সাঁজোয়া যান, যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং ৫টি লিওপার্ড ট্যাঙ্ক ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিপোটি ধ্বংস করতে নিজেদের প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার-এম ব্যবহার করেছে রুশ বাহিনী। প্রসঙ্গত, রাশিয়ার অস্ত্রভা-ারে স্বল্পপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে ইস্কান্দার-এম সবচেয়ে বিধ্বংসী। ৭০০ কেজি বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রুতগতিতে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের সরকারের পক্ষ থেকে এখনও এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেন, রাশিয়া আলোচনায় বসতে চাইলে ইউক্রেন তা সাদরে গ্রহণ করবে। তবে রাশিয়ার দিক থেকে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, দুই দেশের যুদ্ধ বন্ধের জন্যে এখনো সব শর্ত পূরণ হয়নি। আর আলোচনার সময়ও এখন আসেনি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে এবারই প্রথম চীনের সহায়তা চেয়েছে কিয়েভ। কুলেবা বেজিং সফরের মধ্য দিয়ে দ্রুত রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার জন্য নিজেদের পক্ষে অনুকূল আন্তর্জাতিক পরিবেশ তৈরির জোর চেষ্টা শুরু করছেন। এদিকে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য গত মাসে সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ৮০টির বেশি দেশ ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখ-ের অখ-তা শান্তি আলোচনার ভিত্তি বলে মত দিয়েছে।