রুপালী জনকল্যাণ সংস্থায় খাদ্য সামগ্রী বিতরণ


ধান ও পান হরিণাকুণ্ডু\'র প্রাণ যেমন সত্য। তেমনই সত্য রুপালী জনকল্যাণ সংস্থা। হাটি হাটি পা-পা করে মাথা উচু করে দাঁড়িয়েছে সমিতির কার্যক্রম। কখনো ঈদ সামগ্রী বিতরণ, কখনো শীতবস্ত্র বিতরণ, কখনো আর্থ সামাজিক উন্নয়ন, কখনো প্রতিবন্ধি সহায়তা, কখনো অসহায়দের মাঝে খাবার বিতরণ, কখনো হতদরিদ্রদের স্বাবলম্বী করে গড়ে তুলা, আবার কখনো শিক্ষা সহায়তা করতে দেখা গেছে এই রুপালী জনকল্যাণ সংস্থায়কে। বলছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজার সংলগ্ন রুপালী জনকল্যাণ সংস্থা এঁর কথা। খোঁজ নিয়ে জানাগেছে সংস্থাটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে ২০০৬ সালে রুপালী জনকল্যাণ সমিতি লিমিটেড হিসাবে যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৩ই বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, রবিবার ১৬ এপ্রিল ২০২৩ ইং (২৪ রমজান) সকালে সেমাই,চিনি,ডাউল,সাবান আবারও প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করলেন সংস্থার সভাপতি, ভায়না ইউপি\'র সাবেক মেম্বার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনকল্যাণ সংস্থার সভাপতি আলতাফ হোসেন। রুপালী জনকল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার সকালে উপজেলার ভায়না ইউনিয়নের জোড়াদহ বাজার পাড়ায় রুপালী জনকল্যাণ সংস্থা লিমিটেড (নিবন্ধন নং ৩৭৬ হরিঃ, সংশোধিত ০৪ ঝিঃ)কার্যালয়ের সামনে সমিতির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি সহকারী সমাজ সেবা অফিসার শাওন আলী, ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন তুষার,বীর মুক্তিযোদ্ধা কাজী মুক্তার হোসেন,৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেন, বাকচুয়া লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির উদ্দীন, আওয়ামীলীগ নেতা রিপন আলী,সংস্থার সহ-সভাপতি শাহিন লস্কার, সাধারণ সম্পাদক মানিক কুমার দাস সহ, এলাকার গগ্যমান্য ব্যক্তিবর্গসহ, সংস্থার সদস্যবৃন্দ সহ আরও অনেকেই।