শালিখায় কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
মাগুরার শালিখা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ (হাইব্রিড জাত) বিতরণ হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় শালিখা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধান প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন জানান,২০২৪-২৫ অর্থবছরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৮ শ ৪০ জন কৃষককে বিনামূল্যে প্রত্যেকে ২ কেজি করে সিনজেন্টা ১২০৩, এস এল এইট এইচ হাইব্রিড জাতের ধান বিতরণ করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।