শালিখায় নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুল দিয়ে শুভেচ্ছা
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধায় মাগুরার শালিখা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শালিখা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। ষষ্ঠ উপজেলা পরিষদের (২য় ধাপের) সাধারণ নির্বাচনে শালিখা উপজেলা থেকে (আনারস) প্রতীকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
এ্যাড. শ্যামল কুমার দে ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০০৯ সালে প্রথম শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন সাংবাদিকরা জাতির বিবেক আপনারা বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকান্ড পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন আমি চেষ্টা করব প্রতিটা সমস্যার সমাধান করার, পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা করার দাবি জানান।
তিনি আরো বলেন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে জনগণের সেবা করে যেতে চাই। আমি শালিখা উপজেলাকে উন্নত উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আকাঙ্ক্ষা একটি স্মার্ট বাংলাদেশ ও তার পিতার সোনার বাংলা গড়ার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে আমি শালিখা উপজেলাকে একটি আধুনিক ও সুন্দর স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবো। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক দীপক চক্রবর্তী, সাংবাদিক তুহিন ইসলাম,সাংবাদিক নাজমুল হক,সাংবাদিক শহীদুজ্জামান চাঁদ,সাংবাদিক তুষার,সাংবাদিক বাবুল আক্তার,সাংবাদিক ফারুক আহমেদ,সোহাগ বিশ্বাস, দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।