শালিখায় যুবদলের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে মাগুরার শালিখায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দলসহ সকল নেতৃবৃন্দের আয়োজনে সিংড়া-তিলখড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা পরবর্তী বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এম রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।এ সময় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, উপজেলা যুবদল নেতা মোঃ মহাসিন মোল্লা।
আসাদুজ্জামান, কল্লোল শেখ, সাহাদ আলী বিশ্বাসসহ বিএনপি\'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।