শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ কায়সার হামিদ গ্রেফতার


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ হাজার ইউএই দিরহামসহ শারজাহগামী এক যাত্রীকে গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনআসআই) ও কাস্টমস শুল্ক গোয়েন্দা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে কায়সার হামিদ নামে ওই যাত্রীকে বিমানে ওঠার আগে আটক করা হয়। মো. কায়সার হামিদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা থানায় একটি মামলা করা করে রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীর কাছে উদ্ধার করা ইউএই দিরহামের বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকা বলে জানিয়েছে বিমান বন্দর কাস্টমস। সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রী কায়সার হামিদ এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রাত ৮টায় শারজাহ যাওয়ার কথা। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক এ্যান্টি হাইজ্যাকিং গেটে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ওই যাত্রীর কাছ থেকে ২৩ হাজার ইউএস ডলার সমমানের ৯০ হাজার দিরহাম উদ্ধার করা হয়। বৈদেশিক মুদ্রানীতিমালা অনুযায়ী এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত বিদেশে নেওয়া যায়। কিন্তু একসঙ্গে ২৩ হাজার ডলার নেওয়া মানি লন্ডারিং আইনে অপরাধ। এ কারণে ওই যাত্রীকে গ্রেফতার করা হয় বলে বিমান বন্দর পরিচালক জানান।