শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন
অনলাইন নিউজ ডেক্স
শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) সভাপতি পদে দৈনিক বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান ও সাধারণ সম্পাদক পদে বিটিভির সিনিয়র রিপোর্টার আফরিন জাহান পুনরায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০২৪-২০২৫ মেয়াদের জন্য ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি পদে হাবিবুর রহমান (৭১ টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক শামছুল ইসলাম (নয়াদিগন্ত) সাংগঠনিক সম্পাদক মাহমুদ রাকিব (এখন টিভি), দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ)।
নির্বাহী সদস্য পদে- কাজী জেবেল (যুগান্তর), রাশেদ আলী (একুশে টেলিভিশন), আশীষ কুমার সেন (দৈনিক জনতা), রতন চন্দ্র বালো (আমার বার্তা) নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোস্তফা কাজল (বাংলাদেশ প্রতিদিন) এবং দুই সদস্য শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও কামাল হোসেন তালুকদার (বিডি নিউজ) এ নির্বাচন পরিচালনা করেন। র আগে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি কাজী জেবেল। সভায় অর্থ সম্পাদক শামছুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদক আফরিন জাহান সংগঠনের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের সদস্যরা করতালির মধ্য দিয়ে এ দুটি প্রতিবেদন পাশ করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।