শিবগঞ্জে এক বিধবা নারীর আড়াই লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে
অনলাইন নিউজ ডেক্স
শিবগঞ্জ (চাঁপাই নবাবঞ্জ) মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃতঃ মজলু রহমানের স্ত্রী মোস্তারী বিবি। এর কাছে থেকে আড়াই লক্ষ টাকা লেখাটাতে টাকা আত্মসাৎ এর আভিযোগ উঠেছে।
প্রতারক নারী কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পাখি খাতুন। সমাজসেবা আফিসের কর্মচারী পরিচয় দিয়ে। বিভিন্ন ধরনের কার্ডেরে দেওয়ার নামে প্রতারণা শুরু করেন। বুঝতে না পেরে প্রতারক চক্রের ফাঁদে পড়েন বিধবা মস্তারি বিবি। না বুঝতে পেরে মস্তারি বিবি তার নিকটতম আত্মীয়স্বজনের, প্রতিবেশির জন প্রতি জেনের নিকট থেকে আাট হাজার থেকে হাজার টাকা গোপনে নেয়ার কথা বলেন। ঠিক তার কথা মতো টাকা নিয়ে প্রতারক চক্রের মূল হোতা পাখি খাতুন কে টাকা দেন সরলোতার সুযোগ নিয়ে মোস্তারির মান সম্মান ক্ষুন্ন করেছন। তিনি আরো বলেন আমি বিধোবা আসোহায় আমার দেওয়া টাকাগুলো
ফিরত দিয়ে দিলে। আমি আমার নিকটতম আত্মীয়স্বজনের, প্রতিবেশীর টাকা ফিরিয়ে দিব। প্রতারক নারী পাখি খাতুন টাকা না দয়ে বিভিন্ন কৌশল টাল বাহানা শুরু করেন। এ বিষয় নিয়ে ভুক্তভোগী শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বরাবর অলিখিত আভিযোগ দেন।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আবুল হায়াত লিখিত আভিযোগ পেয়েছেন বিষয়টি নিশ্চিত সঠিক হলে প্রজনিয় ব্যবস্হা গ্রহন করবো।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।