শিবগঞ্জে দলিল লেখক সমিতির নব-নির্বাচিত সদস্য দের শপথ পাঠ
অনলাইন নিউজ ডেক্স
গত বুধবার ০৪ জুলাই ২০২৩ খ্রিঃ বিকেল ৪:০০ টার সময় শিবগঞ্জ কোলাহল কমিউনিটি সেন্টারে দলিল লেখক সমিতির নব-নির্বাচিত সদস্য গণের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান উপদেষ্টা মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় । উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাবা: অাফছানা বেগম জেলা রেজিস্টার চাঁপাইনবাবগঞ্জ। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জনাব রাফায়েল ফাতেমী সাব-রেজিস্টার গোমস্তাপুর, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সাব- রেজিস্টার শিবগঞ্জ। বিশেষ অতিথি জনাব: জহিরুল ইসলাম সদর সাব-রেজিস্টার চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অতিথি জনাব: বিদ্যুৎ কুমার মন্ডল সাব-রেজিস্টার ভোলাহাট। উপস্থিত ছিলেন শিবগঞ্জ সাব- রেজিস্ট্রি অফিসের নকল নবিশ, উপস্থিত ছিলেন শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের নবনির্বাচিত সদস্য, উপস্থিত ছিলেন শিবাগঞ্জ সাব- রেজিস্ট্রি অফিসে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারন দলিল লেখক, আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ। উপস্থাপনা করেছেন মাসুদ রানা, কোরআন তেলাওয়াত করেন দলিল লেখক আব্দুল লতিফ কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ছে।
সভাপতি- মোঃ তোজাম্মিল হক, সহ-সভাপতি মোঃ নেফাউর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হক (জেম), সহ-সাধারণ সম্পাদক মোঃ আফান উদ্দিন, দপ্তর সম্পাদক ইয়াসিনুর রহমান (মিঠু মিয়া), কোষাধ্যক্ষ মোঃ সাদিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ রাশেদুল হক (টিয়া), মোঃ আমিনুর রহমান ও মির্জা হেদায়েতুল্লাহ।
নব-নির্বাচিত সদস্যগণকে শপথ পাঠ করান জনাব: রাফায়েল ফাতেমী সাব-রেজিস্টার গোমস্তাপুর, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত শিবগঞ্জ সাব -রেজিস্টার অফিস।
জনাব: জহিরুল ইসলাম সদর সাব রেজিস্টার চাঁপাইনবাবগঞ্জ। দলিল লেখকের আচার-আচরণ পরিবেশ দেখে তিনি মুগ্ধ হয়েছেন ।
সাব-রেজিস্টার জনাব: বিপুল কুমার,জনাব: রাফায়েল ফাতেমী শিবগঞ্জ দলিল লেখক সদস্য গণের আচার-আচরণে মুগ্ধ হয়েছেন। উভয় সাব-রেজিস্ট্রার জমি-জমার কাগজ পত্রের স্বচ্ছতা নিশ্চিত করেছেন , ভবিষ্যতে এ স্বচ্ছতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
লেখক সমিতির পক্ষ থেকে নব-নির্বাচিত সভাপতি: তোজাম্মেল হক দলিল লেখক ও জন সাধারণের ভোগান্তি কমানোর জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্টার আফছানা বেগম কে স্থায়ী সাব-রেজিস্টার নিযুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্টার জনাবা: আফছানা বেগম বলেছেন জন-সাধারণের ভোগান্তি কমানোর জন্য খন্ডকালীন সাব- রেজিস্টার নিযুক্ত করা হয়েছে। আইডিআর, এর সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত স্থায়ী সাব-রেজিস্টার নিযুক্ত করবেন বলেছেন। স্মার্ট হওয়ার জন্য সকলকে বলেছেন জনসাধারনে সাথে সু-সম্পর্ক বজায় রাখাতে বলেছেন। মূল লক্ষ জন সাধারনকে দূত্ব সেবা দেওয়া।
সভাপতি- শেষ বক্তব্যে সকলের মঙ্গল কমনাকরে শপথ পার্ট অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করেন ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।